তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের পক্ষে : বাবুল

ধামগড়ে ধানের শীষের প্রচারনা ও তারেক রহমানের লিফলেট বিতরণ করলেন আবু জাফর আহমেদ বাবুল।

শুক্রবার ২৪ অক্টোবর সকালে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে প্রচারনা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

ধামগড় এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

জনসংযোগকালে জনসাধারণের সাথে বাবুল বলেন, ২০০১ সাল ও নয় সালে  দেশে দুটি নির্বাচন হয়েছিল ২০০৯ সালে তৎকালীন সময় সেনাসমর্থিত নির্বাচন হয়েছিল সম্পূর্ণ নির্বাচনটি কারচুপি সাতঘরা নির্বাচন হয়েছে। মইনুদ্দিন হাতঘড়ি নির্বাচন করেছিল তারমানে ২০০১ সালের পর আমরা কেউ কোন ভোট দিতে পারিনি। ফ্যাসিস সরকার হাসিনার আমলে আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি। ২০২৬ এর ফেব্রুয়ারিতে যে ভোট হবে এখনই সময় আমাদের সে ভোট দেওয়ার। ভোটের অধিকার বাস্তবায়ন করার। তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের পক্ষে। যা কৃষি খাত থেকে শুরু করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে। এটিও বলা রয়েছে একজন প্রধানমন্ত্রী দুই বারের বেশি ক্ষমতা থাকতে পারবে না। কারন আমার নেতা ক্ষমতার লোভী নয় তিনি জনবান্ধব এবং জনগণের বন্ধু। আমি তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের জন্য দোয়া নিতে লিফলেট নিয়ে জনসংযোগ ও দেখা করতে এসেছি। আমি দলের হয়ে কাজ করতে চাই, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের নিয়ে কাজ করবো এবং আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আর বিএনপির প্রতি খেয়াল রাখবেন। ধানের শীষ মার্কা যাকে দিবে তার পক্ষে আমি কাজ করবো এবং আপনারও তাকে নির্বাচিত করার লক্ষ্যে মাঠে কাজ করবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com