নির্বাচিত হলে না’গঞ্জে মেডিকেল কলেজ রুপান্তরিত করা হবে : বাবুল

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসাপাতাল পরিস্কার ও মশক নিধন এবং ডেঙ্গু কিট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালের নতুন ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত।
এ সময় আবু জাফর আহমেদ বাবুল বলেন, বিগত দিনে করোনা মহামারী আকার ধারন করেছিলো। বর্তমান সময়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া ধীরে ধীরে বিস্তার লাভ করছে এবং প্রায় প্রতিদিনই এক বা দুইজন করে আক্রান্ত হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কিট এর ব্যবস্থা করেছি, এছাড়াও যদি আরও প্রয়োজন হয় তাহলে হাসপাতালের তত্বাবধায়ক আমাকে জানালে আমি ব্যবস্থা করে দিবো। দুজন পরিচ্ছন্ন কর্মীর কথা বলেছেন, আপনারা লোক নিয়ে কাজ করুন প্রতি মাসে তাদের যে সম্মানী সেটা আমি দিয়ে দিবো।
তিনি আরও বলেন, হাসপাতালের নতুন ভবনের সামনে অনেক ময়লা-আবর্জনা রয়েছে যা থেকে বিভিন্ন রোগের উৎপত্তি হয়। সেটা আজকে থেকে পরিচ্ছন্ন রাখার কাজ শুরু হবে। হাসপাতালের নির্মানাধীন ভবনে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই পানি নিষ্কাশন করার জন্য মেশিন বসানো হয়েছে।
নমিনেশনের বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেন তাহলে আমি আপনাদের জন্য আরো উন্নয়নমূলক কাজ করতে পারবো। নারায়ণগঞ্জের মানুষ ধানের শীষের পাগল। আপনারা সকলেই ধানের শীষে ভোট দিবেন এবং যদি আমি জয়যুক্ত হই তাহলে এই হাসপাতালকে যতদ্রুত সম্ভব মেডিকেল কলেজে রুপান্তর করা। যাতে করে নারায়ণগঞ্জের মানুষকে চিকিৎসা সেবার জন্য দূর্ভোগ পোহাতে না হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্বাবধায়ক আবুল বাশার, প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, মহানগর বিএনপির নেতা ফখরুদ্দিন আহমেদ মজনু, মজিবুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডাঃ আমিরুল প্রমুখ।











