ব্যবসায়ী মনোনয়ন প্রত্যাশীরা কেউ মূলধারার বাইরে নয় : মাসুদুজ্জামান

প্রেসবাংলা ২৪. কম: তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বিবি মরিয়ম স্কুল সংলগ্ন মাঠে মহানগর যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। গত একবছর যাবৎ যে সংস্কারের আলোচনা হলো আমরা কি দেখলাম, এর ৮০ ভাগ আমাদেরই চাওয়া ছিলো। প্রতিটি শহরে আমাদের দলের তিন, চার ও পাঁচজন করে মনোনয়ন প্রত্যাশী রয়েছে। প্রত্যেকেরই দলের প্রতি ত্যাগ রয়েছে। আমরা যারা ব্যবসায়ীরা মনোনয়ন প্রত্যাশী তারা কেউ মূলধারার বাইরে নই। দলের প্রয়োজনে হয়তো আমরা মাঠে ছিলাম না কিন্তু প্রতিটি চাহিদা পূরণে আমরা সবসময় দলকে সহযোগিতা করেছি। সকলেরই যোগ্যতা রয়েছে, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথেই থাকবো। কারন দিন শেষে আমরা সবাই জাতীয়তাবাদী দলেরই অংশ।
তিনি আরও বলেন, সামনে আমাদের একটি বড় চ্যালেঞ্জ। আমাদের দলের বিরুদ্ধে কুৎসা রটনা ও বিভক্তি করা ষড়যন্ত্রেরই অংশ। নিজেদের মধ্যে ভুল বোঝবোঝির অবসান করতে হবে নইলে দল ক্ষতিগ্রস্ত হবে। আমার আনুষ্ঠানিক যাত্রা এখান থেকে শুরু। কারন তোমরা আমাকে স্বীকার করেছো। দল আমাকে মনোনয়ন করুক বা না করুক আমি সবসময় জাতীয়তাবাদী দলে বিশ্বাসী ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের দলের সদস্য সচিব শাহেদ আহমেদ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com