প্রেসবাংলা ২৪. কম: জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবীতে জেলা প্রশাসকের নিকট জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
এর পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন, পি আর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করা পর্যন্ত কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠান অর্থবহ হবে না। মাওলানা মইনুদ্দিন আহমাদ আরো বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই এবং জুলাই আন্দোলনে অসংখ্য মানুষের জীবনদান আমরা ব্যর্থ হতে দিতে পারি না। জনগণের প্রত্যাশাকে ধারণ করে একটি ন্যায়, ইনসাফপূর্ণ কল্যাণময়, সূখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এ দাবি জামায়াতে ইসলামীর দলীয় দাবি নয়, এটি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই প্রণয়ন করা হয়েছে।
মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে বলেন, কোনো কোনো দল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি মানতে চায়নি, তারা এখন সম্মতি জানিয়েছে। জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে আইনি ভিত্তি দিতে হবে। এ জন্য গণভোটের মাধ্যমে জনগণের রায়ের ভিত্তিতে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, আমরা আর কোন ফ্যাসিবাদি দুঃশাসনের দিকে ফিরে যেতে চাই না। কেউ যাতে আগামীতে হাসিনার মতো ফ্যাসিস্ট হতে না পারে এ জন্য পি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় – জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরী, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় সংসদে উচ্চকক্ষে পি আর পদ্ধতি বাস্তবায়ন করা। এই ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইউম, ড. ইকবাল হোসাইন ভূইয়া, মহানগরীর সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন, জেলার সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মহানগরীর সহ সাধারণ সম্পাদক জামাল হোসাইন, নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা প্রমূখ।