না’গঞ্জে ভালো চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠান নেই : দিপু ভূইয়া

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার্স এসোসিয়েশন এর বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ব্যবসা উন্নয়ন কর্মসূচী) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে সমবায় ভবনে প্রতিষ্ঠানের অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিগত কয়েক দশকে রিয়েল এস্টেট ব্যবসা বাংলাদেশে জনপ্রীয় হয়ে উঠেছে। বর্তমানে অনেকেই এ ব্যবসার সাথে জড়িত। যারা নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা বা পরবর্তীতে স্থায়ী হয়েছেন এবং যাদের আর্থিক অবস্থা ভালো হয়ে যাচ্ছে তাদের অনেকেই ইদানীং সময়ে ঢাকার দিকে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কারন নারায়ণগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, চিকিৎসা সেবার মান ভালো না। মূলত এসব কারনেই নারায়ণগঞ্জের বাসীন্দারা ঢাকার দিকে চলে যাচ্ছে। যদি আমাদের এসব নাগরিক সুবিধাগুলো পূরণ হয় তাহলে রিয়েল এস্টেট ব্যবসায় নারায়ণগঞ্জ ঢাকার চাইতে এগিয়ে থাকবে।
তারা আরও বলেন, আমাদের এ ব্যবসায় অনেক সময় কিছু বিশেষ ঝামেলার সৃষ্টি হয়। যেমন সাইনিং মানি, অনেক সময় জমির মালিকরা এত বেশী ডিমান্ড করে যা ব্যয়বহুল হয়ে যায়৷ এমন ধারনা থেকে সরে আসতে হবে। এছাড়াও ইদানীং রাজউক থেকে ৪ তলার বেশী করার অনুমতি দেওয়া হচ্ছেনা। এ সমস্যা সমাধানে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু, বিকেএমইএ এর সহ-সভাপতি সোহেল মোর্শেদ সারোয়ার, ইয়ার্ন মার্চেন্ট এর সভাপতি এম সোলায়মান, হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু প্রমুখ।
অনুষ্ঠানে গোলাম সারোয়ার সাইদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন উর রশিদ, সভাপতি নাসির হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার, ভাইস প্রেসিডেন্ট এসএম পাভেল, মোঃ পারভেজ প্রমুখ।











