দূর্গাপূজা উৎসবমুখর হওয়ায় ডিসি-এসপিকে জাগো হিন্দু পরিষদের শুভেচ্ছা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলায় শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দরা এই শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পূজা উৎসবমুখর ও নির্বিঘ্ন হওয়ায় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন। তাঁরা দুর্গাপূজার মতো ভবিষ্যতে হিন্দু সম্প্রদায়ের যেকোনো বিপদে-আপদেও জেলা প্রশাসককে পাশে থাকার আহ্বান জানান। জবাবে জেলা প্রশাসক পূজায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষ্ণ দাস কাজল, নারায়ণগঞ্জ জেলার সভাপতি সঞ্জীবন মন্ডল, সাধারণ সম্পাদক সুজন দাস, সিনিয়র সহ সভাপতি অসীম রায়,সহ সভাপতি চন্দন দে, মহানগর কমিটির সাধারণ সম্পাদক জনি ভৌমিক, জাগো হিন্দু পরিষদ বন্দর উপজেলার উপদেষ্টা শিবু দাস,আহবায়ক রঞ্জিত দাস,সদস্য সচিব আশিক দাস,সদস্য সুমন দাস,রঞ্জিত দাস,আশিষ দাস,সমির দাস সহ অন্যান্য।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com