না’গঞ্জ পুলিশ সুপারের সাথে ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময় 

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলার  নবাগত পুলিশ সুপার মোহাম্মদ  জসীম উদ্দিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ১ পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

এসময় ঐক্য পরিষদের সদস্যবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের সাথে আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২৫ সফল ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন আলোচনা করেন।

পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সময়  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সভাপতি  প্রদীপ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, জেলা যুব ঐক্য পরিষদেরb সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, মহানগরের সহ সভাপতি মি. আগষ্টিন গোলদার, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, তপন ধর, জেলার নেতা তুলশী ঘোষ,গোবিন্দ দাসসহ সদস্যবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com