সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ একই আসনে হলে মানুষ বিপাকে পরবে : সাদ্দাম

প্রেসবাংলা ২৪. কম: যে বা যারা সোনারগাঁয়ের সাথে সিদ্ধিরগঞ্জকে এড করার জন্য উৎসাহিত হয়েছে তারা মেধাহীন ও জনগণ থেকে বিচ্ছিন্ন বলে আমার মনে হয়েছে সাদ্দাম হোসেন।
আসন বিন্যাস জনসাধারণের সুবিধার জন্য হয়ে থাকে, তবে সোনারগাঁর সাথে সিদ্ধিরগঞ্জ এড হলে জনসাধারণের বিশেষ করে, সিদ্ধিরগঞ্জ ( ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড )এর বাসিন্দাদের ভোগান্তি চরম পর্যায়ে য পৌঁছাবে।
সামাজিক অবস্থান, রাজনীতিক অবস্থান, অফিসিয়াল কার্যক্রম এবং নানাবিধ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সিদ্ধিরগঞ্জবাসী চরম ভোগান্তির শিকার হবেন বলে আমার মনে হচ্ছে।
সোনারগার সাথে সিদ্ধিরগঞ্জ থাকলে কি কি অসুবিধা হতে পারে তা সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁওয়ে জনসাধারণের মানুষ ইতিমধ্যেই চায়ের দোকানগুলোতে রাজনৈতিক আড্ডা উপস্থাপন করছেন এবং যারা যারা লোভ লালসা এবং রাজনৈতিক দেউলিয়াতে প্রমাণ দিচ্ছেন তাদের নিয়েও সাধারণ জনগণ তাদের মতামত প্রকাশ করছেন।
সোনারগাঁয়ে সম্মানিত নাগরিকবৃন্দের উচিত সোনারগায়ের সংস্কৃতি, ঐতিহ্যকে রক্ষা করতে এবং সোনারগাঁয়ের নাম বাংলাদেশ সহ সারা বিশ্বের বুকে আরো উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে জনগণের ভোগান্তির অবসান ঘটিয়ে সোনারগাঁকে একটি আধুনিক এবং ঐতিহ্যবাহী নগরী গড়ার প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।











