নারায়ণগঞ্জে জশনে জুলুসে হাজারো ধর্মপ্রাণ মানুষের ঢল

এ সময় জশনে জুলুস জনসমুদ্রে পরিনত হয়। সবার মধ্যে বিশ্ব নবীর আগমনের দিনকে ঘিরে ঈদের আনন্দের জোয়ার সৃষ্টি হয়। মুসল্লিরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:) এর শানে দুরুদ, সালাম, জিকির আসগার করেন। দয়াল নবীর আগমন উপলক্ষে বিভিন্ন ইসলামী শ্লোগান দেন। “আহলান ওয়া সাহলান, দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, আজকে মোদের খুশির দিন দয়াল নবীর জন্মদিন, সকল ঈদের সেরা ঈদ বিশ্ব নবীর জন্মদিন” শ্লোগানের ধ্বণিতে মুখরিত হয়ে উঠে জশনে জুলুস র্যালি। জনসমুদ্রের ঢল নিয়ে র্যালিটি নগরীর ২নং রেলগেট, কালিরবাজার, চাষাঢ়া হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শেষে দেশবাসী সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া এবং মুনাজাত করেন।
তিনি বলেন, আমরা সবাই বিশ্ব নবীর আদর্শ ও চরিত্র ধারণ করতে পারলে উন্নত জাতিতে পরিনত হয়ে সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠবে।











