হুমায়ুন-আনোয়ার প্যানেল আইনজীবিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে : এড. জাকির হোসেন

প্রেসবাংলা ২৪. কম: জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেছেন, আইনজীবীদের সবচেয়ে বড় সমস্যা হলো দু’টি কোর্ট দুই জায়গায় থাকা। যদি দক্ষ আইনজীবী না থাকে তাহলে এই দুটি কোর্ট ভেঙে যাবে। সুতরাং দুই প্যানেলকে একসঙ্গে রাখতে হলে আমাদের প্যানেলকে ভোট দিতে হবে। আমরা যে প্যানেল দিয়েছি তা সকল দিক বিবেচনা করে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে অংশ নিয়েছেন। সুতরাং আমরা দলের মধ্যে গণতন্ত্র রক্ষা করছি।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নীল প্যানেলের প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম থেকে ১৭ জনের প্যানেল দিয়েছি। হুমায়ুন-আনোয়ার প্যানেলের অভিবাবক হিসাবে তাদের ভোট চাচ্ছি আমরা। আপনার এই প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে, জুডিশিয়াল কোর্ট কখনোই পুরান কোর্টে যাবেনা। আমরা নিশ্চিত বলতে পারি একসঙ্গেই দুটি কোর্ট থাকবে।

আইনজীবি সমিতির নির্বাচনের পরেই জাতীয় নির্বাচন হচ্ছে যাচ্ছে। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনের পরিবেশ সৃস্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের আমলে কোন ভোট দেয়ার পরিবেশ ছিলোনা। হুমায়ুন আনোয়ারের নীল প্যানেল ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয়তায় পেয়েছে। ভোটাররা আগামী ২৮ আগস্ট পুরো প্যানেল জয়যুক্ত হবে বিশাল ভোটের ব্যবধানে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com