রোভার স্কাউট এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণঞ্জ জেলা রোভার স্কাউট এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। মঙ্গলবার (১২ আস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশসকের সম্মেলন কক্ষে জেলা রোভার স্কাউট এর উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশসাক মোহাম্মদ জাহিুদল ইসলাম মিঞা।
এসময় ডিসি জাহিদুল বলেন, আমরা নতুন প্রেক্ষাপটের মধ্য দিয়ে কাজ করছি। আমাদের সন্তানের ছাত্র জনতারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে। আমরা আর রক্ত দেখতে চাই না। একটি পদ্ধতি সবাই দাড় করাতে চাই। স্বার্থের চোখটা বন্ধ থাকবে।
স্বার্থের চোখ চাই না ভিবেকের চোখ খুলতে চাই । ভিবেকের চোখ দিয়ে দেখতে চাই। সমাজের অনেক ভালো মানুষ আছে তাদের কেনো যেনো আমরা উৎসাহ করি। আমরা বিদেশী ইউরোপি রাষ্ট্রের মত হতে চাই তাহলে আমাদের তাদের মত আচারণ করতে হবে।
এসময় তিনি রোভার স্কাউট নিয়ে বলেন, রোভার স্কাউট আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এটা আরো ব্যাপকতা বাড়বে বলে বিশ্বাস করি।
এই কর্মশালায় নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, জেলা রোভারের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির সহ জেলা নারায়ণগঞ্জের সকল অধ্যক্ষগণের উপস্থিত ছিলেন।











