না’গঞ্জ বার নির্বাচন’ রেজা-গালিব প্যানেলে থাকছেন যারা

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা এবং অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব প্যানেলের মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
গণতান্ত্রিক আইনজীবী পরিষদের ব্যানারে প্রায় ১৪ টি পদে প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জে জেলা আইনজীবি সমিতির নির্বাচন কমিশন থেকে মনোনয়ন সংগ্রহের মাধ্যমে তাদের প্যানেল ঘোষনা করা হয়।
প্যানেলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা, সহ সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আব্দুল মোমেন, আপ্যায়ন শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আলী আজম, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি অ্যাডভোকেট নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে শেখ মোহাম্মদ গোলাম রসূল খসরু, আইন ও মানবাধিকার অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান মাসুম। সেই সাথে একদিনের মধ্যেই সদস্য পদে চূড়ান্ত করা হবে।











