পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রেজা রিপন

প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ তথা বিশ্বের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে বিশ্বের মুসলমানদের সার্বজনীন আনন্দ উৎসব হলো পবিত্র ঈদুল আজহা ।
এই দিন সামর্থবান মুসলিম সম্প্রদায় পবিত্র কুরবানীর মাধ্যমে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকে। সার্বজনীন এ ঈদ মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক।
এ সময় তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশ বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।