নারায়ণগঞ্জের আইনজীবীদের প্রতি জাকির খানের কৃতজ্ঞতা

প্রেসবাংলা ২৪. কম:
নারায়ণগঞ্জের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। সদ্য কারামুক্ত এই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, মিথ্যা মামলা দিয়ে জাকির খানকে অনেক হয়রানি করা হয়েছে। প্রায় দীর্ঘ ২৫ বছর জাকির খান পলাতক ও জেলে ছিলেন। আমাদের নারায়ণগঞ্জে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে এতো বড় ত্যাগ করও নেই। তিনি দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। তিনি জেলে থাকা অবস্থায়ও তার অনুসারী ও নেতাকর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, বাহিরে থাকা অবস্থায় অন্য কোন নেতাকর্মীরা এরুপ আন্দোলন করতে পারেনি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে একটি স্বচ্ছ ও সুন্দর বিএনপি হবে। স্বচ্ছ বিএনপির জন্য আমরা আশা করি, নারায়ণগঞ্জে জাকির খান নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হতে পারে এবং নারায়ণগঞ্জের মানুষ ভালো থাকতে পারে সেই দোয়া করি।
তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে আমার তার জন্য হয়ে কাজ করবো। তবে জাকির খানের ব্যাপারে আমরা বেশ আশাবাদী। আমরা সবাই তার সাথে আছি। নারায়ণগঞ্জের ১৭শ আইনজীবী তার সাথে আছে।
সাক্ষাৎ শেষে দোয়ার আয়োজন করা হয় ও ফুল ছিটিফে ফের তাকে বরণ করে নেওয়া হয়।