এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিসির ঈদ উপহার ও ইফতার

প্রেসবাংলা ২৪. কম: ‎এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল করলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎সোমবার (১৭ই মার্চ) বিকেলে ফতুল্লার মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার (বালক)  এতিমখানায় সুবিধাবঞ্চিত এসব শিশুদের নিয়ে তিনি এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ সমাজে যারা পিছিয়ে পরে আছে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এখানে যারা এতিম হিসেবে আছে, তারা এতিম নয়। আমরা সবাই তাদের পাশে আছি। সুবিধাবঞ্চিতদের মাঝে হাসি ফোটাতেই আমরা তাদের কাছে এসেছি। তাদের নতুন পোষাক দিয়ে হাসি ফোটাতে চাই। এ জীবন শুধু দুঃখের নয়। উন্নত রাস্ট্র গড়তে চাইলে যারা পিছিয়ে আছে তাদের নিয়েই গড়তে হবে। প্রত্যকটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে আমাদের গড়ে তুলতে হবে।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে ‎এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আলমঙ্গির হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন, জেলা প্রশাসক রাজস্ব জাহিদ হোসাইন সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদেক চৌধূরী, ফতুল্লা সহকারি কমিশনার ভূমি আসাদুজ্জামান নূর, জেলা সমাজ সেবা অফিসার আসাদুজ্জমান সরদার, জেলা তথ্য অফিসার কামরুজ্জামান, ডেপুটি কালেক্টর নেজারত মো.তামশিদ ইরাম খান ও এতিম খানার তত্ত্বাবধায়ক মো. রিয়াজ উদ্দিন সহ জেলা ম্যাজিষ্ট্রেট গণ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com