কাস্টম অফিসার মারুফের বিরুদ্ধে এলাকাবাসর মানববন্ধন-স্মারকলিপি

প্রেসবাংলা ২৪. কম: কাস্টম অফিসার মারুফের সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা
জবর দখল অত্যাচারের বিরুদ্ধে কুতুব আইল কাঠের পুল এলাকা বাসির মানববন্ধন অনুষ্ঠিত হযেছে।
রবিবার (১৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। পরে তারা এ বিষয়ে একটি লিখিত স্বারকলিপি প্রদান করেন।
লিথিত স্বারকলিপিতে তারা উল্লেখ করেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আওয়ামীপন্থী শীর্ষ পর্যায়ের নেতারাও আত্মগোপনে চলে যায়। সেই সরকারের দোসররা পালিয়ে গেলেও রয়েগেছে কুতুবআইল, কাঠেরপুল, রামারবাগ, ও কোতালেরবাগ এলাকার অবস্থান করেছে ফ্যাসিষ্ট সরকারের দোসররা।
আওয়ামীপন্থী ওই সকল অপরাধীদের সু-সংগঠিত করে উল্লেখিত এলাকায় মাদক, ব্যবসা, চাঁদাবাজী, ঝুট সন্ত্রাসী ও ছিনতাই
সহ ব্রাসের রাম-রাজত্ব কায়েম করে আসছে। সরকারী চাকুরীজীবি মাদকাসক্ত ইনকাম ট্যাক্স কর্মকতা- মারুফ
হাসান জেলা কারাগারে আটক ফতুল্লা শিল্প অঞ্চলের শীর্ষ যুবলীগ ক্যাডার ও বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলার আসামী আজমত আলী ও অপর যুবলীগ ক্যাডার আক্তার-সুমনের অনুসারীদের সাথে নিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গিয়ে মালিক ও কর্মকতাদের ভয়-ভীতি দেখিয়ে নামে মাত্র দাম দিয়ে জুট দাবী করে এবং একই
সাথে সে উল্লেখিত এলাকার অলিতে গলিতে উঠতি বয়সী কিশোর ও তরুণদের ব্যবহার করে মাদক ব্যবসা চালু করে। তার এই সকল সমাজ বিরোধী অপরাধের বিরুদ্ধে এলাকাবাসী সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিছিল করে এবং তাদের মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ফেনসিডিলের খালি বোতল ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে । এর একদিনপর অত্র এলাকার নারী-পুরুষ সহ নানা শ্রেনীর নানা পেশাজিবী মানুষ মারুফের গ্রেফতারের দাবীতে
ঝাড়ু মিছিল করে।
উল্লেখ্য, মারুফ বর্তমানে সাভারস্থ্য ইপিজেটে কর্মরত রয়েছে ।