পিআর নির্বাচন পদ্ধতি দাবী করেছি : ইসলামী আন্দোলন মহাসচিব

প্রেসবাংলা ২৪. কম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও. ইউনুছ আহমাদ বলেছেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরী হয়ে দাড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর নির্বাচন পদ্ধতি দাবী করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।
১০ মার্চ সোমবার বিকাল ৪টায় ডিআইটি চত্বর এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে “একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও গণ ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সুলতান মাহমুদের সঞ্চালনায় গণ ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাও. দেলাওয়ার হোাসাইন সাকী, নগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, ছাত্র নেতা মুহা. শাহীন আদনান। জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আমীর ‍মুহা. আবদুল জব্বার, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর সিনিয়র মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী প্রমুখ।
বিশেষ অতিথি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার চেষ্টা করছে যেখানে দারিদ্র, বেকারত্ব ও দুর্নীতি থাকবে না। যেখানে মানবাধিকার সুরক্ষিত হবে,পরমত সহিষ্ণুতা ও ধর্মীয় সহ-অবস্থান নিশ্চিত হবে।
একটি দুঃখজনক বাস্তবতা হলো ফ্যাসিস্ট সরকারের আমলে কালা মিয়া চাঁদা তুলেছে এখন লাল মিয়া তুলছে। শুধু লাল-কালো শুধু পরির্তন হয়েছে মিয়া ঠিকই আছে। এটা আমরা দেখতে চাই না।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com