আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে মশাল মিছিল

প্রেসবাংলা ২৪. কম: আওয়ামী লীগ ঘোষিত ফেব্রুয়ারীর কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা।

শনিবার (১লা ফেব্রুয়ারি) রাতে নগরীর চাষাড়া এলাকায় ছাত্রদল নেতা কদম রসূল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে এ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কদম রসূল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে এসময় মশাল মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত বলেন, জুলাই গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। কর্মসূচির নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারো রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আবারও আন্দোলন গড়ে তুলবে। এজন্য সময় এসেছে ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আওয়ামী লীগের যেকোন কর্মসূচি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রাজপথে থাকতে হবে।

মশাল মিছিলে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা মোঃ মাশরাফি, কাজী কর্নিয়া, মোঃ হামীম, মোঃ বিল্লাল ও মোঃ মোক্তার সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com