প্রচারণার শেষ দিনে বদু প্যানেলের বিশাল শো ডাউন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদিউজ্জামান বদু প্যানেলের সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের বিশাল গণসংযোগের মধ্য দিয়ে প্রচারণা শেষ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ) সকালে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ( ২০২৫ – ২০২৭) আলহাজ্ব বদিউজ্জামান বদু এর নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্যজোট মনোনীত প্রার্থীদের নয়ামাটি এলাকা থেকে শুরু করে উকিল পাড়া, রেললাইন ও দেওভোগ মার্কেট এলাকা গুলোতে প্রচারণা চালায়।

প্রচারণায় অংশ নেয়া ভোটারদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে প্রচারণা শেষে সাধারণ গ্রুপে পরিচালক পদপ্রার্থী বদিউজ্জামান বদু বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ক্লাবে সকল ভোটার ভাইয়েরা আমার প্যানেলের ১৮ জনকে জয়যুক্ত করবেন। আপনারা এভাবে আমার পাসে থাকেন তাহলে আমার রক্তের বিনিময় ও কখনই আপনাদের ঋণ শোধ করতে পারবনা। আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে জয়ের মালা নিয়ে আবারও আপনাদের মাঝে আসতে চাই। এবং আমি যতদিন বেচে থাকব আমার রক্তের বিনিময়ে সকলেকে সবধরণের সহযোগীতা করব।

এসময় সাধারণ গ্রুপে পরিচালক পদপ্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু এর নেতৃত্বে বিশাল গণসংযোগে উপস্থিত ছিলেন, মোঃ আতাউর রহমান, মোঃ আবদুল হাই,আবদুস সবুর খান সেন্টু, মোঃ দুলাল মল্লিক, মোঃ পারভেজ মল্লিক, বৈদ্যনাথ পোদ্দার, মোঃ মিজানুর রহমান, মোঃ মনির হোসেন, মনির হোসেন খান, মোঃ মাসুদুর রহমান,মোঃ শাহীন হোসেন সহ এসোসিয়েট গ্রুপে পরিচালক পদপ্রার্থীদের মধ্যে অনিল সাহা, নাছিম আহমেদ, মোঃ নাছির শেখ,মোঃ বিল্লাল হোসেন,সাইফুল ইসলাম হিরু শেখ, সাঈদ আহমেদ স্বপন।

প্রসঙ্গত, আগামী ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com