ফারুক – মেহেদী নেতৃত্বে মোটর সাইকেল গ‌্যা‌রেজ মা‌লিক ও পার্টস দোকান মা‌লিক স‌মি‌তি

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগ‌ঞ্জ জেলা মোটর সাইকেল গ‌্যা‌রেজ মা‌লিক ও স্পেয়ার পার্টস দোকান মা‌লিক স‌মি‌তির (২০২৫-২০২৭) নির্বাচনে সভাপতি হিসাবে শেখ মো. ফারুক ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাসদাইর এলাকাস্থ অ‌ক্টো অ‌ফিস বাংলা ভব‌ন ক‌মিউনি‌টি সেন্টা‌রে এ নির্বাচ‌নের ভোট গ্রহন হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন ক‌মিশনার হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন ইব্রাহীম শেখ, সহকারী নির্বাচন ক‌মিশনার আইয়ূব, আলমগীর ক‌বির র‌নি, মে‌হেদী হাসান, শামসুল হক সহ আরো উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি এনামুল হক সিদ্দিক।

১১‌টি পদের ম‌ধ্যে শুধুমাত্র ৫‌টি প‌দে ভোটের যু‌দ্ধে লড়াই করেছেন প্রার্থীরা। এবা‌রের নির্বাচ‌নে প্রার্থী হি‌সে‌বে অংশ নি‌য়ে‌ছেন মোট ১১জন প্রার্থী। স‌মি‌তির মোট ভোটার সংখ‌্যা ছিলেন ১৪০ জন।

এ সময়ে সভাপতি প্রার্থী শেখ মোঃ ফারুক ৮০ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু জাফর মো. আসলাম পেয়েছেন ৪৩ ভোট, সহ-সভাপতি পদে মোঃ রতন খান ভোট পেয়েছেন ৬৪ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রতন মুন্সি পেয়েছেন  ৫৪ ভোট, সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান পেয়েছেন ৯৫ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেন পেয়েছেন ৩০ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে মোহন শেখ পেয়েছেন ৬৯ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তনয় ঘোষ পেয়েছেন ৫১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাদেক পেয়েছেন ৬৯ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সম্রাট ৫০ভোট ও শাহীন শেখ পেয়েছেন ১টি ভোট।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com