হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে কাউসারের মনোনয়নপত্র সংগ্রহ

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইবনে মো. আল কাউসার।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের নগরীর সনাতন পাল লেনস্থ হোশিয়ারী ভবনে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।

এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান সহ আরে অনেকে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ ২৮-৩০ ডিসেম্বরের মধ্যে করা হবে, দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত। ১৮ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com