হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরের নগরীর সনাতন পাল লেইন হোসিয়ারী ক্লাব ভবনে নির্বাচন কমিশনের কাছ থেকে সাধারণ গ্রুপে  ও এসোসিয়েট  গ্রুপের পদে তারা এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় সাধারণ গ্রুপে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও

এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী ক্লাব ভবনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৩১ ডিসেম্বর থেকে ১জানুয়ারি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হবে এবং ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com