ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমেছে ৫ টাকা, রোববারের হরতাল প্রত্যাহার
প্রেসবাংলা ২৪. কম: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেল চালিত বাসের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করেছে বিআরটিএ নারায়ণগঞ্জ জেলা কমিটি। এর ফলে, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা আগামী রোববারের অর্ধবেলা হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিআরটিএ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এ ঘোষণা দেন।
তিনি জানান, ২০২২ সালে বিআরটিএ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করেছিল, তবে ২০২৪ সালের এপ্রিলে নতুন প্রজ্ঞাপনে ভাড়া ৫৩ টাকা নির্ধারণ করা হলেও বাস মালিকরা ৫৫ টাকা আদায় করে আসছিল। এ নিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাস ভাড়া ৪৫ টাকা করার দাবি জানানো হয়।
মাহমুদুল হক বলেন, ‘আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে বাস মালিক ও যাত্রী অধিকার সংগঠনের সঙ্গে আলোচনা করেছি। দীর্ঘ আলোচনার পর এবং ডিজেলের দাম কিছুটা কমানোর পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হবে।’
এছাড়া, জেলা প্রশাসক জানান, ফ্লাইওভার নির্মাণের পর মাইলেজ পরিমাপ পুনঃমূল্যায়ন করা হয়েছে, যার ফলে বাস মালিকদের জন্য লাভজনক একটি সমাধান বের হয়েছে। তিনি বাস মালিকদের অনুরোধ জানিয়ে বলেন, ‘আগামী সোমবার থেকে ৫০ টাকা ভাড়া কার্যকর হবে, এবং এটি অবশ্যই বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শীবুমার্কেটসহ সব পয়েন্টে যথাযথভাবে কার্যকর করতে হবে।’
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘এটি মেনে নিয়ে আগামীকাল যে অর্ধবেলা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে, সেটি তারা প্রত্যাহার করবেন।’
জেলা প্রশাসক আরও জানান, পরিবহন খাতে চাঁদাবাজির কোনো ঘটনা সহ্য করা হবে না এবং এমন কোনো অভিযোগ এলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। বাস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি চাঁদাবাজির শিকার হন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন, আমরা কঠোর পদক্ষেপ নেব।’
এভাবে, নতুন ভাড়া নির্ধারণ ও প্রশাসনের কঠোর মনোভাবের ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস যাত্রীরা কিছুটা স্বস্তি ফিরে পাবেন, পাশাপাশি হরতাল ও বাস মালিকদের মধ্যে বিরোধের অবসান ঘটবে।