নিজ দলের কর্মীদের মারধরের শিকার বিএনপি নেতা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর ওপর দলের বন্দর থানার নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের নবীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত টিপুকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় স্থানীয় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, সেখানে টিপুকে মারধর করছেন বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে টিপুর গায়ের পাঞ্জাবি ছিঁড়ে গেলে তাকে আবারও ধাওয়া করেন তারা। এ সময় দৌড়াতে গিয়ে সড়কে পড়ে গেলে সেখানে আবার তাকে মারধর করা হয়। এরপর আরও কয়েকজন নেতাকর্মী তাকে দৌড়ে পালাতে সহযোগিতা করলে তিনি একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানেও তার ওপর হামলা চালানো হয়।

পরে সেখান থেকে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, বন্দরের বহিষ্কৃত বিএনপি নেতা আতাউর রহমান মুকুল ও আবুল কাউসার আশারা জাতীয় পার্টি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ হামলা চালিয়েছেন। আরও যারা যারা যুক্ত তাদের তথ্যও আছে। এ ব্যাপারে আইনগতভাবে এবং দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com