নারায়ণগঞ্জে ডাকাতির মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতি হওয়া তিন ভরি স্বর্ণ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেফতাররা হলো- খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার মৃত শহীদ গাজীর ছেলে ও ডাকাত দলের সর্দার কামাল গাজী ওরফে আদল শেখ ওরফে বাদশা , মুন্সিগঞ্জ জেলার বাড়ৈখোলা এলাকার আনছার আলী ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে সজিব (২৯) ও সিদ্ধিরগঞ্জ মুসলিমনগর মাস্টারনী বাড়ীর আক্তার হোসেনের ছেলে মোঃ আকাশ (১৮)।
পুলিশ সুপার জানায়, গত ১৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮/৯ জন ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, ০৫টি মোবাইল ফোন, ০১টি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
মামলার সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীণ গোদনাইল মধুঘর এলাকা থেকে আসামি মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আকাশকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের দেওয়া তথ্যমতে, ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার কামাল গাজীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ডাকাতি হওয়া মালামাল থেকে ৩ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
এছাড়া গ্রেফতারদের দেয়া তথ্যমতে, জালকুড়ি তালতলা ডিএনডি খাল হতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে ঘটনার সাথে ৭ জন জড়িত থাকার কথা জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক অন্যান্য আসামি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আরও বলেন, গ্রেফতার হওয়া ডাকাত সর্দার মোঃ কামাল গাজীর বিরুদ্ধে ৮টি ডাকাতি এবং আসামি মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ২টি ডাকাতির মামলা রয়েছে।
গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।