প্রেসবাংলা ২৪. কম: ভাষা সৈনিক জননেতা এ কে এম শামসুজ্জোহা ৩৭তম মৃত্যু বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় মহানগর আওয়ামী লীগের আয়োজনে ভাষা সৈনিক জননেতা এ কে এম শামসুজ্জোহা ৩৭তম মৃত্যু বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
সভাপতির মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সামসোজ্জাহা সাহেব বলেছিলেন, রাজনীতি ভালো মানু্ষের আসা দরকার আনোয়ার। পড়ালেখার পাশাপাশি রাজনীতিও প্রয়োজন। তার হাত ধরেই রাজনীতিতে আসা। বঙ্গবন্ধু যেমন বলেছে সোনার মানুষ দরকার, আমরা কি পেরেছি তার মতো হতে? আমরা কি পেরেছি বঙ্গবন্ধুর আর্দশে সোনার মানুষ গড়তে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি সহ অসংখ্য নেতৃবৃন্দ।