অয়ন ওসমা‌নের অর্থায়‌নে অসহায় বৃদ্ধাকে অ‌টো‌রিক্সা দি‌লেন আরজিয়ান ওসমান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৪ আস‌নের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সুযোগ‍্য পুত্র একেএম অয়ন ওসমা‌নের অর্থায়‌নে শা‌রিরীক অসুস্থ এক বৃদ্ধকে জীবিকা নির্বাহের জন্য অ‌টো‌রিক্সা প্রদান করা হ‌য়ে‌ছে।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে অসহায় বৃদ্ধাকে অ‌টো‌রিক্সা‌টি প্রদান ক‌রেন অয়ন ওসমান এর একমাত্র পুত্র আরজিয়ান ওসমান।

এসময় সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

জানা যায়, অসহায় শারীরিক অসুস্থ একজন বৃদ্ধা জীবিকা নির্বাহের জন্য অয়ন ওসমানের নিকট একটি অটোরিকশা কিনার জন্য আবেদন করেন। সেই সময় তা শুনে তাৎক্ষণিকভাবে সেই বৃদ্ধাকে সালমা ওসমান লিপি ও আরজিয়ান ওসমানের উপস্থিতিতে অটোরিকশা হস্তান্তর করেন অয়ন ওসমান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com