মাহফুজা ইসলামের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা জেলার শোক

প্রেসবাংলা ২৪. কম: জাতীয় সাংবাদিক সংস্থা’র মহাসচিব ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার মাসুদুর রহমান দিপুর বড় বোন খন্দকার মাহফুজা ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষ সভাপতি শেখ মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর কবরস্থান জামে মসজিদে বাদ আছর তার জানাজা শেষে মরহুমাকে পৌর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com