নৌকার পক্ষে সোনারগাঁয়ে আনন্দ মিছিল

প্রেসবাংলা ২৪. কম:  দীর্ঘ ১০ বছর পর নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফিরে পাওয়ায় ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সে ডিসেম্বর) দূপুরে সোনারগাঁওয়ের কাচঁপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তিনি এই আসনের সাবেক এমপি ছিলেন।

মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভূইয়া ও সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

আনন্দ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মীরা ফুলের মালা পড়িয়ে ও ফুল ছিটিয়ে আবদুল্লাহ আল কায়সারকে শুভেচ্ছা জানান। এসময় কায়সারের সমর্থনে ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে নির্বাচনের প্রচারণা চালান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর (সোমবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৩ আসনে আবদুল্লাহ আল কায়সারকে নৌকা বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এই আসনে কায়সার সহ আরও ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।এদের মধ্যে লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি) পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক, মো. মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন) পেয়েছেন ‘ফুলের মালা’ প্রতীক, মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) পেয়েছেন ‘একতারা’ প্রতীক, এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম) পেয়েছেন ‘নোঙ্গর’ প্রতীক, নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ) পেয়েছেন ‘কুলা’ প্রতীক, মো. আরিফ (মুক্তিজোট) পেয়েছেন ‘ছড়ি’ প্রতীক, এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র) পেয়েছেন ‘ঈগল’ প্রতীক।তবে গতকাল সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সমর্থন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম মাসুদ দুলাল।ফলে নৌকার সাথে লাঙ্গলের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com