প্রেসবাংলা ২৪. কম: রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় শিশু সহ ৪ জনের মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জের যুবলীগ নেতা আজমেরী ওসমান গভীর শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে ট্রেনে আগুন দেয়ার ঘটনায় বিএনপি জামাতের পরিকল্পিত নাশকতা বলে ধারনা করছেন আজমেরী ওসমান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে আজমেরী ওসমান শোকবার্তায় ট্রেনে আগুনের ঘটনায় পরিকল্পিত নাশকতা বলে ধারনা করেন।
শোকবার্তায় আজমেরী ওসমান বলেন, তেজগাঁও টেনের ভিতরে আগুনের ঘটনাটি খুবই দু:খজনক। আগুনে টেনের বগি পুড়ে ছাই হয়ে যায়। আর একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। যারা অবরোধ ও হরতালের নামে জনগনের জানমালের ক্ষয়ক্ষতি করতে চায় এবং মানুষকে পুড়ে মারার জন্য গাড়িতে আগুন দিয়ে দেয়। আমার মতে হরতাল সমর্থনকারীরাই পরিকল্পিত ভাবে নাশকতার জন্য ট্রেনে আগুন দিয়েছে। এমন নেক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ট্রেনে আগুনের ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান আজমেরী ওসমান।
প্রসঙ্গত মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটে ট্রেনে আগুন ধরে কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং ৪ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় রেলওয়ে থানা পুলিশ। তাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। নিহতরা হলো নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর।