প্রতিদ্বন্দ্বি থাকলে নির্বাচন সুন্দর হবে : সেলিম ওসমান

প্রেসবাংলা ২৪. কম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য এবং এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান বলেন, আমি যদি এবার বিজয়ী হই, জনগণের সাথে মিলে আমি উন্নয়নের কাজ করবো। দীর্ঘ সাড়ে ৯ বছর আমি যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করে যাব। আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের আমি সম্মান করি। প্রতিদ্বন্দ্বি থাকলে নির্বাচন সুন্দর হবে, জনগণ আনন্দ করতে পারবে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি মানুষদের কাছ থেকে ভালবাসা পেয়েছি। আমি যদি মানুষকে ভালোবেসে থাকি তবে আমি নির্বাচনে ভালো একটি ফলাফল পাবো, এটিই আমার আশা। মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে।