প্রেসবাংলা ২৪. কম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অনেক প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধিরা প্রতীক বুঝে নেন। আওয়ামীলীগ, জাতীয় পাটি, তৃণমূল বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৩৪ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, প্রতীক বরাদ্দ প্রাপ্ত প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী (নৌকা, আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), শাহাজাহান ভুইয়া (কেটলি, স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (ঈগল, স্বতন্ত্র), মো: হাবিবুর রহমান (আলমিয়া, স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (গোলাপ ফুল, জাকের পাটি ), মো: সাইফুল ইসলাম (লাঙ্গল, জাতীয় পাটি), মো: জয়নাল আবেদীন চৌধুরী (ট্রাক, স্বতন্ত্র), একেএম শহিদুল ইসলাম ( চেয়ার, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম বাবু (নৌকা, আওয়ামী লীগ), মো: আবু হানিফ হৃদয় (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), শাহজাহান (গোলাপ ফুল, জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন ( লাঙ্গল, জাতীয় পার্টি), শরিফুল ইসলাম (ঈগল, স্বতন্ত্র)।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে কায়সার হাসনাত (নৌকা, আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (লাঙ্গল, জাতীয় পার্টি), মো: মজিবুর রহমান মানিক (ফুলের মালা, বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (নোঙ্গর, বিএনএফ), নারায়ণ দাস (কুলা, বিকল্প ধারার বাংলাদেশ), মো: আরিফ (ছড়ি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), এ.এইচ.এম মাসুদ (ঈগল, স্বতন্ত্র)।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান (নৌকা, আওয়ামী লীগ), মো: সৈয়দ হোসেন (মশাল, সমাজতান্ত্রিক দল জাসদ), মো: আলী হোসেন (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), মো: মূরাদ হোসেন জামাল (গোলাপ ফুল, জাকের পার্টি), মো: সেলিম আহমেদ (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো: হাবিবুর রহমান (চেয়ার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো: শহীদ উন নবী (আম, ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (ডাব, বাংলাদেশ কংগ্রেস)।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে একেএম সেলিম ওসমান (লাঙ্গল, জাতীয় পার্টি), এএমএম একরামুল হক (চেয়ার, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মো: আব্দুল হামিদ ভাষানী ভূইয়া (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), ছামসুল ইসলাম (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি)।
প্রসঙ্গত: নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ৪৫ জন প্রার্থী। এরমধ্যে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেন। তবে নারায়ণগঞ্জ-২ আসনে আপীলে একজন প্রার্থীতা ফিরে পান। ৩৯ জন প্রার্থীর মধ্যে রোববার ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এখন ভোটযুদ্ধে ৩৪ জন প্রার্থী মাঠে।