প্রেসবাংলা ২৪. কম: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শহরে র্যালি, চাষাড়া বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার ( ১৬ ডিসেম্বর ) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে এ কার্যক্রম পালন করা হয়।
চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মহসীন মিয়ার নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট মো. রবিউল আমিন রনী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আমিন কানচি,কার্যকরী সদস্য অ্যাডভোকেট হালিমা আক্তার প্রমুখ।