বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মোমবাতি প্রজ্বলন

প্রেসবাংলা ২৪. কম: ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর যৌথ আয়োজনে নগরীতে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাড়া থেকে শুরু করে আলোর মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন এর মাধ্যমে শেষ করে।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক বজন দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি অঞ্জন দাস, বন্দর থানা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, মিঠু দাস, সঞ্জয় ও প্রদীপ কুমার দাস সহ অসংখ্য নেতৃবৃন্দ।