বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এড. রাশেদ ভূইয়া

প্রেসবাংলা ২৪. কম: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ সেবা সম্পাদক এডভোকেট রাশেদ ভূইয়া।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান বিজয় দিবসে গভীরভাবে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ত্রিশ লাখ বীর শহীদ ও দুই লাখ মা-বোনকে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার, শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়।
এছাড়াও, এই বিজয়ের সাথে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগময় স্মৃতি। বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ দেখেছেন অথবা অংশ নিয়েছেন। গোটা বিজয়ের মাসই তাদের কাছে একটি পরম পাওয়ার মাস।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাসে দেশবাসী বিজয় ও মুক্তির আনন্দে উল্লসিত হবে। ভালোবাসায় উজ্জীবিত ও শোকে মুহ্যমান হয়ে শ্রদ্ধা জানাবে অগণিত মুক্তিযোদ্ধাকে। নানা আয়োজনে সবার চেতনায় অনুরণিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধাবনত ভালোবাসা।