বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে সক্রীয় আজমেরী ওসমান

প্রেসবাংলা ২৪. কম: তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপি জামাত ইসলাম অবরোধের নামে নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান বিশাল গাড়ি বহর নিয়ে শান্তির শোভাযাত্রা বের করেছেন। আগুন সন্ত্রাসীদের প্রতিরোধ করতে বৃষ্টিকে তোয়াক্কা না করে এবং ধারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে শান্তির শোভাযাত্রা বের করেন৷
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধায় নারায়ণগঞ্জের যুব নেতা আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী শান্তির শোভাযাত্রাটি বের করেন।
এদিকে সন্ধায় কলেজ রোড থেকে জয় বাংলার স্লোগান দিয়ে আজমেরী ওসমানের নেতৃত্বে বিশাল গাড়ি বহর নিয়ে রাজপথে বের হয়ে যান। বৃষ্টিকে উপেক্ষা করে গাড়ি বহরটি শহরের চাষাড়া হয়ে নারায়ণগঞ্জ-আদমজী সড়ক পদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হয়ে সাইনবোর্ড সড়ক পদক্ষিণ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে শহরের চাষাড়া হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ফতুল্লার পঞ্চবটি গিয়ে শান্তির শোভাযাত্রাটি পূনরায় কলেজ রোড এসে শেষ করে।
শোভাযাত্রা শেষ করে কলেজ রোডস্থ আজমেরী ওসমানের বাসভবনের নিচে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আজমেরী ওসমান বলেন, যারা জনগনের চিন্তা না করে নিজেদের সার্থের জন্য জ্বালাও পোলাও করে বেড়াচ্ছে তাদেরকেও জনগন বয়কট করবে। আর যারা দেশকে ধ্বংস করতে আগুন সন্ত্রাস করছে তারা এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না৷ বিএনপি জামাত নির্বাচনে না গিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ বিদেশে নানা ভাবে ষড়যন্ত্র করছে। তারা শেখ হাসিনাকে নিয়ে যতই ষড়যন্ত্র করে থাকুক কেন শেখ হাসিনাকে কোন ভাবে ঘায়েল করতে পারবে না ইনশাআল্লাহ।
আজমেরী ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জের মাটিতে কাউকে আগুন সন্ত্রাসী করতে দেয়া হবে না। যেখানে বিএনপি জামাত আগুন সন্ত্রাসী করার চেষ্টা করবে সেখানেই আজমেরী ওসমান তাদেরকে প্রতিহত করবে। জনগনের নেত্রী শেখ হাসিনা জনগনকে নিয়ে রাজনীতি করছে এবং দেশের উন্নয়ন করছে। আর শেখ হাসিনার উন্নয়নে ব্যাঘাত ঘটাতে বিএনপি জামাত নানা ভাবে ষড়যন্ত্রে লীপ্ত হচ্ছে। কিন্তু শেখ হাসিনার সৈনিক হিসেবে আমরা যতই রাজপথে আছি সকল ষড়যন্ত্র ভেঙ্গে দিবো ইনশাআল্লাহ।
আর আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী শান্তির শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ প্রধান, আওয়ামী লীগ নাসির, খায়রুদ্দিন মোল্লা, আকতার নুর, হোসেন রেজা, মনির হোসেন, সুমন, ইফতি সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।