শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
প্রেসবাংলা ২৪. কম: বিসিক জেলা কার্যালয় নারায়ণগঞ্জ কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরের ৫ (পাঁচ) দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (২য় ব্যাচ) সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। সভাপতির বক্তব্যে তিনি শিল্পায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর অবদান সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণার্থীদেরকে শিল্প ও শিল্পায়নের বিভিন্ন দিক সমন্ধে অবগত করেন।
সভায় উদ্যোক্তাদের মাঝে শিল্প ঋণের চেক বিতরণ করা হয়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিব-আল-রাব্বি, বিসিক নারায়ণগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মো: মাহামাদুল হাসানসহ বিসিক, নারায়ণগঞ্জের প্রমোশন ও সম্প্রসারণ কর্মকর্তারা।