শামীম ওসমানকে মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি ইব্রাহিম মোল্লার কৃতজ্ঞতা
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন একেএম শামীম ওসমানকে দেয়ায় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম মোল্লা।
এক বার্তায় ইব্রাহিম মোল্লা বলেন, নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, বারবার নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তৃনমুল নেতাকর্মীর হৃদয়ের দাবির প্রতিফলন ঘটিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেতা শামীম ওসমানের কোন বিকল্প নেই। নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার জননেতা শামীম ওসমানকে নৌকা প্রতীকে বিজয়ী করে শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিবে নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বস্তরের ভোটাররা।
ইব্রাহিম মোল্লা বলেন, ৭ জানুয়ারী নির্বাচনে জনগণ পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।