সকলকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সুজন দাস

প্রেসবাংলা ২৪. কম: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও নারায়ণগঞ্জবাসী জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব পালন করবে। নারায়ণগঞ্জের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে সকল ধর্মের সকল মতের মানুষ মিলেমিশে আনন্দ উৎসব ভাগাভাগি করে নেয়। প্রতিবারের মতো এবারও জমজমাট দুর্গোৎসবের অপেক্ষায় আছি আমরা। সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন।