আলীরটেকে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান নষ্ট করতে মারধর

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে পূর্ব শত্রুতার জের ধরে তুর্কীস্থান প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী আন্না আক্তারকে (২৯) বেদম মারধর করে গুরুতর আহত করেছে স্বামীর বড় ভাই কালাই চান ও স্ত্রী সন্তানরা। ঘটনার পর তাকে নারায়ণগঞ্জ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকালে আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী আন্না আক্তার বাদী হয়ে ভাশুর কালাই চান ও তার স্ত্রী নাসিমা সহ তিনজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়েরপাড় এলাকার আলোচিত সমালোচিত ব্যক্তি কালাই চাঁন (৬০) এর ছোট ভাই মান্নান প্রবাসে থাকায় তার স্ত্রী আন্না আক্তারের উপর কারনে অকারনে দীর্ঘদিন ধরে জোড় জুলুম করে আসছিল। কালাইচান ও তার স্ত্রী নাসিমা সহ তার কন্যা ইতি প্রতিনিয়ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাহার সহিত ঝগড়া বিবাদে লিপ্ত হইয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে। কালাইচান গানবাজনা ও মাজার নিয়ে থাকায় তাকে সমাজের লোকজন পুরাতন সমাজ থেকে বের করে দেয়। পরবর্তীতে সে নতুন লোকজন নিয়ে নতুন করে সমাজ গঠন করে। নতুন সমাজে আন্নার পরিবারের নাম দেওয়ার জন্য কালাইচান আন্নাকে প্রেসার দিয়ে যাচ্ছে। উক্ত বিষয়ে আন্না তার স্বামীকে অবগত করিলে সে দেশে আসিয়া উক্ত বিষয়ে কথা বলবে জানানোর পরেও কালাইচান আন্নাকে জোড় পূর্বক নতুন সমাজে নাম দেওয়ার জন্য হুমকি প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর বিকেলে নতুন সমাজের নাম দেওয়াকে কেন্দ্র করে আন্নাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে আন্না প্রতিবাদ করলে কালাইচান সহ তার স্ত্রী সন্তান নিয়ে আন্নার উপর হামলা চালায়। একপর্যায়ে কালাইচান তার ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারে। এতে আন্না মাটিতে লুটে পড়ে। এসময় কালাইচানের স্ত্রী ও কন্যায় আন্নাকে চুলে ধরে বেদম মারধর করতে থাকে। তাকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে আন্নাকে মাথায় মারাত্মক আঘাত করে কালাইচান। পরে আন্নার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাণে রক্ষা পায়। এসময় তারা আন্নার গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ও হাতে থাকা ৮ আনা ওজনের স্বর্ণের ব্রেস লাইট ছিনিয়ে নিয়ে যায়। এসময় আন্না হুমকি প্রদান করে যে, পরবর্তীতে গর্ভের সন্তান সহ তাকে হত্যা করিবে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবুল বাশার আজাদ জানান, অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্ত করতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। খুব শিগগিরই ঘটনার এজাহারভুক্ত করে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com