বিবাহ বিচ্ছেদের ঘটনা: পুত্রকে না পেয়ে পিতার উপর সন্ত্রাসী হামলা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে বিবাহ বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে পুত্রকে না পেয়ে জালাল উদ্দীন নামের এক পিতার উপর হামলা করেছে সন্ত্রাসী হানিফ গং’রা।

বৃহস্পতিবার (১২ই অক্টোবর) রাত ১২টায় নারায়ণগঞ্জ সদর থানার ভূঁইয়াপাড়া আল সাবা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৫ই জানুয়ারী জালাল উদ্দীনের পুত্র হৃদয় বেপারী ও লাভলী বেগমের কন্যা সুমাইয়া আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে হৃদয় বেপারীর সাথে সুমাইয়া আক্তারের বনিবনা না হওয়ায় গত ৪ অক্টোবর আড়াইহাজার থানার হাইজাদী ইউনিয়ন কাজী অফিসের মাধ্যমে রেজিষ্ট্রিকৃতভাবে সুমাইয়া আক্তারকে তালাক প্রদান করে হৃদয়।

১২ই অক্টোবর অত্র তালাকের বিষয় জানতে পেরে রাত আনুমানিক ১২ টায় মৃত কালাচান বেপারীর পুত্র হানিফ (৪৮), মৃত আব্দুল রশীদের পুত্র জুয়েল (৩০) ও লাভলী বেগম (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন সন্ত্রাসী নিয়ে হৃদয় বেপারীকে ঘরে না পেয়ে তার পিতা জালাল উদ্দীনকে গালিগালাজ করতে থাকে।

গালিগালাজের এক পর্যায়ে আসামীরা জালাল উদ্দীনকে চর, থাপ্পড় ও কিল ঘুষি মেরে মারাত্মক নিলা ফুলা ও জখম করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এমতাবস্থায় লোহার পাইপ দিয়ে তারা জালাল উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে পিঠে ও কোমরে আঘাত করতে থাকে আর এ সুযোগে লাভলী বেগম ঘরের স্টীলের আলমারি থেকে হৃদয় বেপারীর সৌদি আরব পাঠানোর জন্য জমাকৃত ৫ লক্ষ টাকা ও পাসপোর্ট চুরি করে নেয়। এসময় জালাল উদ্দীনের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা তাদের প্রাণনাশ করিয়া লাশ গুম করিয়া ফেলবে বলে হুমকি প্রদান করে চলে যায়। এবিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com