প্রেসবাংলা ২৪. কম: মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে সাম্প্রদায়িক ভাষায় গালিগালাজ, কুমিল্লার সাংসদ বাহাউদ্দিন বাহার কর্তৃক শারদীয় দুর্গোপূজোকে কটাক্ষ করে পূজার্থী জনগনের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা সহ বিভিন্ন জায়গায় পূজোর প্রাক্কাল্লে মন্দিরে হামলা ও বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে এবং শারদীয় দুর্গোপূজায় ৩ দিনের সরকারি ছুটি, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব ঐক্য পরিষদ।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার বঙ্গবন্ধু সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর বোর্ড গঠন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পৃথক পৃথকভাবে হিন্দু , বৌদ্ধ , খ্রিস্টান ফাউন্ডেশন গঠন অত্যন্ত ন্যায়সংগত ও যৌক্তিক দাবী৷ এ দাবীগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবী জানাই।
এসময় নেতৃবৃন্দ, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ফয়সাল বিপ্লব কর্তৃক এমপি মৃণাল কান্তি দাসকে সাম্প্রদায়িক ভাষায় গালিগালাজ, কুমিল্লার সাংসদ বাহাউদ্দিন বাহার কর্তৃক শারদীয় দুর্গোপূজোকে কটাক্ষ করে পুজার্থী জনগনের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামের চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার,দেশের বিভিন্ন জায়গায় পুজোর প্রাক্কাল্লে অব্যাহতভাবে মন্দিরে হামলা এবং বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে, দুর্গোপুজায় ৩ দিনের সরকারি ছুটির দাবী এবং আজ কুমিল্লায় যুব ঐক্য পরিষদের সমাবেশে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস,মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই দে,জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক অশোক সরকার,মহানগর ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক হিমাদ্রী সাহা হিমু, সহ সভাপতি আগষ্টিন বিমল গোলদার, বিপ্লব ঘোষ মনা, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, বিপ্লব কুন্ডু, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, রুপগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সরকার, সোনারগাঁ উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, জেলার নেতা পিন্টু রায়, গোবিন্দ দাস, কিশোর দাস, নিহাররঞ্জন ভৌমিক, মহানগর ঐক্য পরিষদের যুব সম্পাদক সুব্রত সাহা, মহানগরের নেতা গৌতম দত্ত, জীবন সাহা, গোবিন্দ সাহা, সত্যরঞ্জন দেবনাথ, জয়ন্ত কুমার সাহা পিঙ্কু, শংকর চন্দ্র সাহা, তনুরাম হালদার, বিটু দত্ত, জাগো হিন্দু পরিষদের সভাপতি কৃষ্ণ দাস কাজল, সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর যুব ঐক্য পরিষদের সহ সভাপতি শ্যামল সাহা, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, ১৪ ওয়ার্ডের সভাপতি প্রণয় সিংহ, সোনারগাঁ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজিব দাস, সাধারণ সম্পাদক লিটন ভৌমিক, শরৎ মনি দাস, রতিশ দাস, রতন বর্মন, বন্দরের সভাপতি তুলশী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ভোলানাথ পোদ্দার, ১৪ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক রঞ্জিত দাস, ১৯ নং ওয়ার্ড সভাপতি মিঠু চক্রবর্তী, ১৮ নং ওয়ার্ডের সভাপতি সমীর দেবনাথ, যুব ঐক্য পরিষদের নেতা জ্যাকি নন্দী, সজীব ঘোষ সহ নেতৃবৃন্দ।