হাসি মুখে আল্লাহর কাছে যেতে চাই – শামীম ওসমান

প্রেসবাংলা ২৪. কম: জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান।
এসময় শামীম ওসমান বলেন, আমি ক্ষমতায় না থাকলে কোন সমস্যা নেই কিন্তু শেখ হাসিনা না থাকলে অনেক কিছু হবেনা। শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে। সব খবরই আমি পাই। আমি জানি ওরা কোন দিক দিয়ে এগোচ্ছে। ফুল গাছ লাগালে ফুল পাবেন, ফল গাছ লাগালে ফল পাবেন, কাটা গাছ লাগালে কাটার আঘাত আপনাকে সহ্য করতেই হবে। একটা সময় ছিলো যখন একজন অন্যজনকে জিজ্ঞেস করতো, কারেন্ট কতক্ষন ছিলো। আর এখন মেট্রোরেল, টানেল, পদ্মা সেতু সহ আরও কত উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলামনা তখন আমাদের উপর অনেক নির্যাতন হয়েছে কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপির কোন কর্মীকে আমরা কিছুই বলিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের না সে দেশের সম্পদ। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে, নতুন প্রজন্ম একটি উন্নত দেশ পাবে। পৃথিবীতে জন্মলাভের সময় কাঁদতে কাঁদতে এসেছি আর মৃত্যুর সময় মানুষকে কাঁদিয়ে যেতে চাই। মৃত্যুর সময় ভয় পেতে চাইনা, হাসি মুখে আল্লাহর কাছে যেতে চাই।
এ সময় শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সংগঠনটা গুছিয়ে নিন। প্রয়োজনে সদস্য কম নিন তবুও কোন হাইব্রিডকে নিয়েন না। সি.এস, আর.এস দেখে নিবেন।
এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন শীল, জাতীয় শ্রমিক লীগ জেলার সদস্য সচিব মোঃ কামাল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ নেতৃবৃন্দ।