নাসিকে ৩৭ হাজার শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকা দেওয়া হবে

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকা দেওয়া হবে।
আগামী ১৫ অক্টোবর হতে ০২ নভেম্বর পর্যন্ত মোট ১০ কর্মদিবসে স্কুল পর্যায়ে এ দিকা প্রদান করা হবে। দ্বিতীয় পর্যায়ে ০৪ নভেম্বর হতে ১৬ নভেম্বর পর্যন্ত মোট ০৮ কর্মদিবসে ০৩ টি স্থায়ী কেন্দ্র ও ১৪৫ টি অস্থায়ী কেন্দ্রে কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৪ হাজার কিশোরীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকা দেওয়া হবে। এজন্য প্রতিটি কিশোরীকে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার লিংক www.vaxepi.gov.bd।
এবারে প্রতিপাদ্য শ্লোগান এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুর মুখ ক্যান্সার রুখে দিন ”
এ বিষয়ে বৃহস্পতিবার ১২ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাদান অবহিতকরন বিষয়ে সাংবাদিকের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। এসময় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা প্রাদনের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপন করেন জাতীয় ইপি বিশেষজ্ঞ ডাঃ ফারহানা রহমান। এসময় উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল কর্নকর্তা ডাঃ শেখ মোস্তফা আলী।