জাহাজী শ্রমিক ফেডারেশন উদ্যোগে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রেসবাংলা ২৪. কম: গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে শুভ দিনটি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাদ মাগরিব নগরীর সার ঘাট এলাকায় এ আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার’র সার্বিক পরিচালনায় এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও মুক্ত গার্মেন্টস ফেডারেশনের নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে এ দিনটি পালন করা হয়।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মোজাম্মেল হক’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জুয়েল প্রধান, সহ-সভাপতি ডলি বেগম, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ্ আলম ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মঈন মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com