খালেদা জিয়ার মুক্তি দাবিতে না’গঞ্জ আদালত পাড়ায় আইনজীবীদের অবস্থান কর্মসূচি

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নারায়ণগঞ্জ বার ইউনিটের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১১ অক্টোবর ) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপিপন্থী আইনজীবীরা।
এসময়ে বিএনপিপন্থী আইনজীবীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আইনজীবীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত পাড়া।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী। সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে একটি মিথ্যা ও ফরমায়েশি রায়ে তাকে কারাদণ্ড দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা করাতে দিচ্ছে না বর্তমান এই অবৈধ সরকার।
তাঁরা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ তিনি মৃত্যুশয্যায় রয়েছেন। যদি তার কিছু হয় তাহলে এর সকল দায়ভার এই সরকারকেই নিতে হবে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দেয়ার জোর দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাঈন উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমেদ, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা।