বিপুল পরিমান জাল নোট সহ গ্রেফতার ৩
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ডের মিজমিজি এলাকার ব্লক সি ৩১৩/১নং হোল্ডিংয়ের আব্দুল আজিজ মোল্লার মালিকানাধীন ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে ৬ অক্টোবর বিকেলে ৭ লাখ ৮০ হাজার টাকার জালনোট এবং জাল নোট ছাপানোর সরঞ্জামসহ তিনজন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। গ্রেফতারকৃতরা হলো ফেনী সদর থানাধীন আকরামপুর মৃত আবু তালেবের পুত্র মোঃ আলমগীর হোসেন (৩৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন আদশা এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র মোঃ রাসেল (৩২) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রামখানা কদমতলা এলাকার আজিজ রহমানের পুত্র মোঃ রুবেল ইসলামও হৃদয় (২০)। অভিযানকালে নগদ ৭ লাখ ৮০ হাজার জাল টাকা, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, জালনোট তৈরির ডাইস ৩টি, জালনোট তৈরির গ্লাস ২টি, ট্রেসিং প্রেণার ১ কেজি, A4 পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রংয়ের কালি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।