বাবু হত্যাকান্ডের ঘটনায় রাসেল মেম্বার গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলী ইউনিয়নের কানাইনগরে বাবু হত্যাকান্ডের ঘটনায় তার শেল্টারদাতা হিসেবে এলাকায় পরিচিত রাসেল মেম্বারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে এক সহযোগীসহ রাসেল মেম্বারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

জানা গেছে, চাঁদাবাজী করতে গিয়ে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে বাবু। বাবু হত্যাকান্ডের ঘটনায় ফতুল্লা থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। এর একটি খুনের মামলা এবং অপরটি হত্যার উদ্যেশ্যে হামলার মামলা। হত্যার উদ্দেশ্যে দায়ের করা মামলায় রাসেল মেম্বারকে আসামী করা হয়েছে। রোকসানা আক্তার বাদী হয়ে ৫ সেপ্টেম্বর এই মামলা দায়ের করেন।

এই মামলায় আরো আসামী করা হয়েছে মৃত আবদুল কাদিরের পুত্র সালাউদ্দিন, আলাউদ্দিন, মহিউদ্দিন ও দাদন, মৃত আওলাদ হোসেনের ছেলে রিফাত ও সিফাত এবং চান মিয়ার মেয়ে জামাই রফিকুল ইসলাম সহ আরো ৫/৬ জনকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com