বিএনপির নেতার বাড়িতে ছাত্রলীগ নেতা শুভর হামলা

প্রেসবাংলা ২৪. কম: ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারের বাসায় হামলা চালিয়ে ভাঙ্গচুর করেছেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ।

শনিবার ( ৯ সেপ্টেম্বর) রাতে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে হামলা চালান শুভ। এতে আতংক ছড়িয়ে পরে বিএনপি নেতার বাসায় অবস্থানরতদের মধ্যে।

এ বিষয়ে ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়েছিলাম রুহুল আমিনের বাসায় বিএনপির একটি গ্রুপ নাশকতার জন্য গোপন সভা পরিচালনা করছিলো। আমরা প্রথমে তাদেরকে নিষেধ করার পর তারা আমাদের সাথে ক্ষিপ্ত আচরণ করায়, আমরা সেই গোপন সভা পন্ড করার জন্য সেখানে হামলা চালাই এবং তাদের নাশকতার বিরুদ্ধে উচ্চস্বরে প্রতিবাদ জানাই। তারা সেই মুহুর্তে বাড়ির মধ্যেই পলাতক ছিলো।

আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়েছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এলাকার পঞ্চায়েতের সেক্রেটারী। কোন নাশকতা হলে প্রথমে পঞ্চায়েতের তা কঠোর ভাবে দমন করা উচিত।

এ বিষয়ে রুহুল আমিন শিকদার জানান, আমি বাসায় ছিলাম না। ঢাকায় ছিলাম। আমার স্ত্রী ফোনে আমাকে জানান শুভ সহ ২০/২৫ জনের একটি গ্রুপ বাড়িতে ভাঙ্গচুর চালিয়েছে এতে আমার ২ তলার সবগুলা জানালার গ্লাস ভেঙ্গে গেছে। ২ টি দোকানেও তারা ভাঙ্গচুর চালিয়েছে।

বাসায় গোপন মিটিং হচ্ছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘদিন বাড়ির বাহিরে থাকি। আমি বাসায় না থাকলে বাসায় মিটিংয়ের কোন প্রশ্নই আসে না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com