বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে : চন্দন শীল

প্রেসবাংলা ২৪. কম: জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট ) বিকালে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, রাজনৈতিক ব্যক্তিরা কখনো লাঠি নিয়ে রাজপথে নামতে পারে না। তারা অগ্নি সন্ত্রাসের জন্য রাজনীতি করে। আমাদের ৪টায় অনুষ্ঠানটি শেষ করার কথা ছিলো কিন্তু দেখলাম বিএনপির ছিচকে সন্ত্রাসরা লাঠি নিয়ে মিছিল করছে, তাই অনুষ্ঠানটি দেরি করে শেষ করতে বলা হয়েছে। যেকোন অপশক্তিকে প্রতিহত করতে প্রস্তুত আছি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা শ্রমীক লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, কেন্দ্রীয় কমিটির ট্যাংক লরী শ্রমীক ইউনিয়ন যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, জেলা শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক মজিবর রহমান,শ্রমীক লীগ নেতা মুসলেউদ্দিন জীবন, মো. লিটন, আলমঙ্গীর প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com